প্রেস বিজ্ঞপ্তি
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর কর্তৃক সার্ভিল্যান্স অভিযান পরিচালনায় ৩৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরর জন্য আলামত জব্দ করা হয়েছে।
অদ্য ০৫.০২.২০২৪ ইং তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানে-
ক) সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে মামলার জন্য আলামত জব্দ করা প্রতিষ্ঠানগুলো হলো ঃ
১. মেসার্স আনোয়ারা ব্রিকস (গঅই), চক গোবিন্দপুর, ঘেগারবাজার, সাদুল্ল্যাপুর, গাইবান্ধা।
২. মেসার্স শিখা ইট ভাটা, খোর্দ্দ রসুলপুর, সাদুল্ল্যাপুর, গাইবান্ধা
৩. মেসার্স সরকার ব্রিকস (অজই), খোর্দ্দ রসুলপুর, বড় জামালপুর, সাদুল্ল্যাপুর, গাইবান্ধা।
৪. মেসার্স এস আই বি ব্রিকস (ঝওই), কিসমত শেরপুর, সাদুল্ল্যাপুর, গাইবান্ধা
৫. মেসার্স ফোর স্টার ব্রিকস (৪*ই), বদলাগাড়ি, ইদ্রাকপুর, সাদুল্ল্যাপুর, গাইবান্ধা
৬. মেসার্স এম এ বি ব্রিকস (গঅই), বদলাগাড়ি, ইদ্রাকপুর, সাদুল্ল্যাপুর, গাইবান্ধা
৭. মেসার্স খান ব্রিকস (গকই), ফলিবাড়ী, তুলসীঘাট, সদর, গাইবান্ধা।
৮. মেসার্স এস এস ব্রিকস (ঝঝই), থানসিংহপুর, বোর্ড বাজার, সদর, গাইবান্ধা
৯. মেসার্স এ বি ডি ব্রিকস (অইউ), নশরতপুর, বোয়ালী, সদর, গাইবান্ধা
১০. মেসার্স জেড এ বি ব্রিকস (তঅই), নশরতপুর, বোয়ালী, সদর, গাইবান্ধা
১১. মেসার্স বিএমকে ব্রিকস (ইগক), ফুলবাড়ী, ত্রিমোহনী, সদর, গাইবান্ধা
১২. মেসার্স এম এম আর ব্রিকস (গগজ), রিফায়েতপুর, সরকারতারি, বাদিয়াখালি, সদর, গাইবান্ধা
১৩. মেসার্স এ এম ই ব্রিকস (অগঊ), পুরাতন বাদিয়াখালি, সদর, রংপুর
১৪. মেসার্স বিএমকে ব্রিকস-২ (ইগক-২), টেপাপদুম শহর, সাঘাটা, গাইবান্ধা
১৫. মেসার্স হাজি ব্রিকস (ঝঙই), উল্যা সোনাতলা, সাঘাটা, গাইবান্ধা
১৬. মেসার্স সততা ব্রিকস সংঘ (ঝইঝ), বড়াইকান্দি, উল্ল্যা সোনাতলা, সাঘাটা, গাইবান্ধা
১৭. মেসার্স সততা ব্রিকস (গঝই), নশিরারপাড়া, সাঘাটা, গাইবান্ধা
১৮. মেসার্স তালুকদার একতা ব্রিকস (ঞঅই), কাঠালতলী, নশিরারপাড়া, কামালেরপাড়া, সাঘাটা, গাইবান্ধা
১৯. মেসার্স পাওয়ার ব্রিকস (চঙডঊজ), গজারিয়া, কামালের পাড়া, সাঘাটা, গাইবান্ধা
২০. মেসার্স বিপ্লব ঔশী ব্রিকস (ইঙই), বোয়ালিয়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা
২১. মেসার্স রাবেয়া ব্রিকস (গজই), বোয়ালিয়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা
২২. মেসার্স সরকার ব্রিকস (গঝই), চকগোবিন্দপুর, ঘেগার বাজার, সাদল্ল্যাপুর, গাইবান্ধা
২৩. মেসার্স ফ্রেন্ডস ব্রিকস (ঋ-ই), ইন্দ্রাপাড়, নশরতপুর, সদর, গাইবান্ধা
২৪. মেসার্স সেভেন স্টার ব্রিকস (৭ঝঞঅজ), পূর্ব বাউলিয়া, বটতলা, সাঘাটা, গাইবান্ধা
২৫. মেসার্স সেভেন স্টার ব্রিকস (ঝঝই), হাপানিয়া, সাঘাটা, গাইবান্ধা
২৬. মেসার্স ডিসি কনস্ট্রাকশন (উঈ), পুনতাইর, মহিমাগঞ্জ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা
২৭. মেসার্স লিপ্ত এন্ড আরিশা ব্রিকস (খঅই), পুনতাইর, মহিমাগঞ্জ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা
২৮. মেসার্স আফিক অয়েল মিল, মহিমাগঞ্জ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা
২৯. মেসার্স আর এম ব্রিকস (জগই), কুন্দেরপাড়া, রাখালবুরুজ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা
৩০. মেসার্স আদিত্য ব্রিকস (গঅই), বড় সাতাইল বাতাইল, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা
৩১. মেসার্স সরকার ব্রিকস (ঝই), খোর্দ রসুলপুর, সাদুল্ল্যাপুর, গাইবান্ধা।
৩২. মেসার্স আর এস বি ব্রিকস (জ্ই), ইদ্রাকপুর, সাদুল্ল্যাপুর, গাইবান্ধা
৩৩. মেসার্স আর এন্ড এস ব্রিকস (জ্ঝ), তরফবাজিত, সাদুল্ল্যাপুর, গাইবান্ধা
৩৪. মেসার্স এম বি ব্রিকস (গইই), চোরকাঁটা, মথরপাড়া, সাঘাটা, গাইবান্ধা
৩৫. মেসার্স কর্ণফুলী ব্রিকস এন্ড কনস্ট্রাকশন, আগ গড়গড়িয়া, কামালের পাড়া, সাঘাটা, গাইবান্ধা।
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের সহকারী পরিচালক (সিএম) প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান এর নেতৃত্বে অভিযানটি পরিচাললিত হয়। উক্ত অভিযানটিতে আরোও উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ জুনায়েদ আহমেদ ও খন্দকার মোঃ জামিনুর রহমান।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান চলমান থাকবে।

Leave a Reply