কেশবপুরে ঘরের জানালা ভেঙ্গে দুঃসাহসিক চুরি

কেশবপুর (যশোর) সংবাদদাতাঃ কেশবপুর উপজেলার দশকাহুনিয়া গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান এসএস এম আলি রেজার ছোট ছেলে শেখ বদরুজ্জামান মুন্নার বসত বাড়ির ঘরের পিছনের জানালা ভেঙ্গে নগদ ৪০ হাজার টাকা ও ১৫ লক্ষ টাকার ১৫ ভরি স্বর্নালংকার নিয়ে চোরেরা পালিয়ে গেছে।
বাড়ির মালিক শেখ বদরুজ্জামান মুন্না অসুস্থতার কারনে তিনি তার স্ত্রীকে সাথে নিয়ে ২ফেব্রুয়ারী ঢাকাতে যান ডাক্তার দেখাতে। এরই মধ্যে চোরেরা বাড়িতে কেউ না থাকার সুযোগে তালাবদ্ব ঘরের পিছনের দিকের জানালা ভেঙ্গে ঘরে ঢুকে উল্লেখিত টাকা ও স্বার্নালংকার চুরি করে নিয়ে গেছে। এরই মধ্যে বাড়ির মালিক ডাক্তার দেখিয়ে ৪ফেব্রুয়ারী বাড়িতে এসে এ অবস্থা দেখতে পান। এঘটনায় কেশবপুর থানায় অভিযোগ করার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এব্যাপারে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম সাংবাদিকদের জানান চুরির ঘটনায় তদন্ত চলছে দ্রুত ক্লু উদঘাটন হয়ে যাবে।

মোঃ জাকির হোসেন
কেশবপুর,যশোর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *