রাজশাহী থেকে মোঃ হায়দার আলী।। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হঠাৎপাড়ায় কৃষক কৃষাণীদের নিয়ে এক মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান ( পিপিএম)
২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় রবি মৌসুমে ব্লক প্রদর্শনীর মাধ্যমে বোরো হাইব্রীড ধানের সমলয় চাষাবাদ এর কৃষকদের সাথে মতবিনিময় সভা ও রাইসট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপনের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আরো উপস্থিত উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোজদার হোসেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা উম্মে সালমা, উপজেলা চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলমসহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ ও ৪৫০ জন কৃষক- কৃষাণী উপস্থিত ছিলেন।
মোঃ হায়দার আলী
রাজশাহী।
Leave a Reply