পাইকগাছায় উত্তম মৎস্য চাষ ও অনুশীলন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ॥
পাইকগাছায় চিংড়ি ক্লাস্টার ব্যবস্থাপনা, উত্তম মৎস্য চাষ ও অনুশীলন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য অধিদপ্তরের সাসটেনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ কর্মশালার আয়োজন করে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, বটিয়াঘাটার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, নিরিবিলি শ্রিম্প এর টেকনিক্যাল এ্যাডভাইজার মনমথ নাথ সরকার। বক্তব্য রাখেন, মেরিন ফিশারিজ কর্মকর্তা কওছার হোসেন আকন, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, ইউপি সদস্য পলাশ রায়, চিংড়ি চাষী গোলক মন্ডল, সিরাজুল ইসলাম, কামাল আহম্মেদ, অতুল, মানষ কুমার ও নারায়ণ সরদার। কর্মশালায় বাগদা চিংড়ির পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনতে উত্তম মৎস্য চাষ ব্যবস্থাপনার উপর গুরুতারোপ করেন অতিথিবৃন্দ। কর্মশালায় উপজেলার বিভিন্ন ক্লাস্টারের চিংড়ি চাষীরা অংশগ্রহণ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *