August 31, 2025, 12:19 pm
ঘাটাইল প্রতিনিধিঃ মোঃ রায়হান মিয়া
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়ন চাম্বলতলা এলাকায় হালিমন হাজেরা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। উক্ত মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক, আমেরিকা প্রবাসী মাকসুদা ইসলাম লুপিন,আব্দুল লতিফ তালুকদার ও শহিদুল ইসলাম তালুকদার লিটন,তোবারক হোসেন,লালন তালুকদার, তুহিন তালুকদার।
(৪ ফেব্রুয়ারি) রবিবার সকাল ১১ টায় এ উপলক্ষে আয়োজিত মাদ্রাসার ভূমিদাতা হাজি আব্দুল হাই তালুকদার সভাপতিত্বে, ইঞ্জিনিয়ার খ.আবদুল হালিম-এর সঞ্চালনায় বিশেষ এসময় উপস্থিত ছিলেন- ডিজাইনার মাকসুদুল হক, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা শাহ আলম, বুলবুল হায়দার তালুকদার, মোস্তফা তালুকদার, আব্দুল সামাদ, সুলতান মাহমুদ মেলেটারি, নাসিম মন্ডল, কাজী তাহেরুল ইসলাম, শামীম আল মামুন, সেলিম, শামীম, আব্দুল হালিম, শাজাহান মেম্বার, আনিস, বিপ্লব সিকদার, হারুন তালুকদার, তোতা শিকদার, শাহ আলম শিকদার, হানু, বিপ্লব তালুকদার, আব্দুর রশিদ তালুকদার, নাজমুল তালুকদার বিপ্লব সহ স্থাণীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।