August 31, 2025, 10:11 am
রবিউল আলম পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর পূবাইল ছিকলিয়া সার্বজনীন দূর্গা ও রাধাকৃষ্ণ মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের আষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়।গাজীপুর মহানগরীর পূবাইলে বিশ্বের সার্বজনীন সর্বজীবের মঙ্গল ও কল্যাণ কামনায় দেশ ও জাতির মঙ্গলার্থে ২৫ তম বার্ষিকীতে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞ অনুষ্ঠান উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের আষ্টকালীন লীলা কীর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে।পূবাইল থানার ৪১ নং ওয়ার্ড ছিকলিয়া সার্বজনীন দুর্গা ও রাধা কৃষ্ণ মন্দিরে শতশত ভক্ত বৃন্দের উপস্থিতিতে এ কীর্তন উৎসব অনুষ্ঠিত হয়।
ছিকলিয়া সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি শীতল চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আখতারুজ্জামান, তিনি বলেন আমি আপনাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি অল্প কয়েক দিন আগে,আপনাদের দাবি শ্মশান মন্দির ও রাস্তা সবগুলোই আমি পর্যায়ক্রমে করে দিব আমি আপনাদের মেহমান আমার কাছে কিছু চাইতে হবে না চাওয়ার আগেই পেয়ে যাবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লা কাউন্সিলর ৪১ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। আওয়ামী লীগ নেতা শ্রী অমূল্য চন্দ্র দাস।ইকবাল মাস্টার আহ্বায়ক সদস্য গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ। মাসুদুর রহমান মাসুদ সাবেক সভাপতি পূবাইল ইউনিয়ন ছাত্রলীগ।বেলায়েত হোসেন মোল্লা সাবেক সাধারণ সম্পাদক পূবাইল ইউনিয়ন ছাত্রলীগ।আওয়ামী লীগ নেতা ওসমান পাঠান।চন্দন কুমার সাহা সাংগঠনিক সম্পাদক ও ছিকলিয়া রাধাকৃষ্ণ মন্দিরের সভাপতি সম্বুনাথ সাহা ও সহ সাংগঠনিক সম্পাদক রানা সাহার সার্বিক সহযোগিতায় আগত ভক্তবৃন্দদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।এসময় শতশত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।