পটিয়ায় আলমদার পাড়ায় মুক্তিযোদ্ধা মাস্টার সামশুল আলম স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার।।
পটিয়ায় প্রথমবারের মত মুক্তিযোদ্ধা মাস্টার সামশুল আলম আলমদার শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (২ ফেব্রুয়ারী) রাতে উপজেলার ছনহরা ইউনিয়নের আলমদার পাড়া এলাকার শাহ জব্বারিয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে চট্টগ্রাম সমিতি ঢাকার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ রাসেলের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিজাম আলমদারের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরী এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাকসুদ আলম আলামদার।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশির,মোহাম্মদ জহির উদ্দীন,মোহাম্মদ ইউনুস, সরওয়ার উদ্দীন মাইজভান্ডারী,হুমায়ুন কবির,আনোয়ার হোসেন তালুকদার, আলমগীর তালুকদার, আবু তালেব আলমদার,নজরুল ইসলাম খান,মোহাম্মদ টিপু, শামীম চৌধুরী, রহমত উল্লাহ চৌধুরী,মুহাম্মদ আজিজুল ইসলাম, রাশেদ ফারুক আলমদার,আলমগীর বাবু প্রমুখ।
টুর্নামেন্টে দুটি গ্রুপে ১৬টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু জনকল্যাণ পরিষদ বনাম চক্রশালা আবাহনী ক্রীড়া চক্র অংশ নেন এবং আবাহনী ক্রীড়া চক্র ৬ উইকেট হাতে রেখে বিজয় লাভ করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *