দোয়ারাবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তাজির উদ্দিনের মতবিনিময়

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:: দোয়ারাবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. তাজির উদ্দিন। তিনি উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও সাবেক তিনবারের ইউপি সদস্য। শনিবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে দোয়ারাবাজার প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিক মিয়ার সঞ্চালনায় এক মতবিনিময় সভায় মো. তাজির উদ্দিন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। এসময় তিনি বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উপজেলাবাসীর সেবা করতে আগ্রহী। জনগণ আমাকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করলে দোয়ারাবাজার উপজেলাকে একটি আধুনিক ও সমৃদ্ধ উপজেলায় রুপান্তরিত করবো। আমি দোয়ারাবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দসহ উপজেলায় কর্মরত সকল গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করি। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা বজলুর রহমান, সহসভাপতি আলাউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, অর্থ সম্পাদক আশিস রহমান, মো. আবু বকর, রসিক আহমদ প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *