শিক্ষাবান্ধব আধুনিক ওয়ার্ড গড়তে চান নারী নেত্রী স্বপ্না খন্দকার

ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) এর ১৩,১৪,১৫ নং ওয়ার্ডকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়তে চান তরুণ উদীয়মান নারী নেত্রী স্বপ্না খন্দকার। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি এলাকার উন্নয়ন করতে চান। রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি তিনি নতুন প্রজন্মের জন্য বেশকিছু পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। বিশেষ করে এই এলাকার গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা, শিক্ষার্থী-
অভিভাবকদের আসা-যাওয়া, বসার সুব্যবস্থা করবেন। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বন্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থন নিয়ে আসন্ন ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচনে ১৩,১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড এলাকার সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদে লড়তে চান স্বপ্না খন্দকার । দলটির অঙ্গ সংগঠন যুব মহিলা লীগ ময়মনসিংহ জেলা শাখার
সিনিয়র যুগ্ম আহবায়ক তিনি।নির্বাচনী মাঠে নেমে সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীদের ব্যাপক সাড়া পাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, এলাকার বেশির ভাগ নেতাই তার পক্ষে কাজ করছেন।

শুধু ময়মনসিংহই নয় বিভাগীয় ময়মনসিংহের জন্য গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে এই ওয়ার্ড গঠিত। এ ওয়ার্ডে ঐতিহ্যবাহী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে,মাসকান্দা বাসস্ট্যান্ড,ঢাকা-ময়মনসিংহ বাইপাস মোড়,চড়পাড়া মোড়, সহ বেশকিছু গুরুত্বপুর্ণ এলাকা রয়েছে। স্বাভাবিক কারণেই অন্যান্য ওয়ার্ড থেকে এই ওয়ার্ডের আলাদা গুরুত্ব রয়েছে। তাই এখানে অভিজ্ঞ ও সজ্জন হিসেবে পরিচিত স্বচ্ছ ভাবমূর্তির নেতাকে সমর্থন দিবে ভোটাররা।

আলাপকালে স্বপ্না খন্দকার বলেন, অন্যান্য এলাকার চেয়ে এই এলাকার মানুষের চাহিদা একটু ভিন্ন। তাদের চাহিদার প্রতি সম্মান রেখেই উন্নয়ন পরিকল্পনা সাজিয়েছেন। এই এলাকার অধিকাংশ মানুষ শিক্ষিত এবং এলিট শ্রেণির হলেও মাদকের ভয়াবহতা তরুণ সমাজের জন্য হুমকিস্বরূপ। তাই নির্বাচিত হলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন। কোনোভাবেই তার এলাকাকে মাদকের অভয়ারণ্য হতে দেবেন না।

নিজ এলাকাকে শিক্ষাবন্ধব ওয়ার্ড গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পনা সাজিয়েছেন উল্ল্যেখ করে তিনি আরও বলেন, আগামী প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তুলতে পারলেই সুন্দর দেশ গড়া সম্ভব। আর সুশিক্ষিত প্রজন্ম গড়তে সুন্দর পরিবেশ দরকার। সেই পরিবেশ নিশ্চিত করবেন। এজন্য খেলার মাঠ, পার্ক ও বিনোদনের ব্যবস্থা করবেন। রাস্তাঘাট, সড়ক বাতি ও ফুটপাতের উন্নয়ন করবেন। যাতে নারী-পুরুষ নির্বিশেষে সবাই নিরাপদে চলাচল করতে পারে।

স্বপ্না খন্দকার বলেন, এলাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বেশকিছু পদক্ষেপ গ্রহণ করবেন তিনি। আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ, ড্রেন ও নালা-নর্দমা সব সময় পরিচ্ছন্ন রাখবেন। যাতে ডেঙ্গুসহ বিভিন্ন রোগজীবাণু থেকে এলাকার মানুষকে নিরাপদে রাখা যায়। প্রতিটি এলাকার জলাশয় যাতে পরিষ্কার থাকে সেজন্য ব্যবস্থা নেবেন। তাছাড়া নিয়মিত মশক নিধন কার্যক্রম নিশ্চিত করবেন।

তিনি আরও বলেন, যুগের সাথে তাল মিলিয়ে উন্নয়ন করবেন। নির্দিষ্ট ও জনগুরুত্বপূর্ণ জায়গাগুলোকে ফ্রি ওয়াই-ফাইয়ের আওতায় আনবেন। নাগরিকদের সমস্যা জানার জন্য প্রতি মাসে অন্তত একবার হলেও ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করবেন। এলাকার জনগণ ভোটের মাধ্যমে সেবা করার সুযোগ দিলে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সাম্যের সমাজ গড়ে তুলবেন বলে জানান তিনি।

জনবান্ধব নারী নেত্রী কোভিট-১৯ মোকাবিলায় জনগণকে সচেতন করতে কাজকরাসহ বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে রয়েছেন নিজের জীবন বাজী রেখে,সর্বদায় মানুষের বিপদে আপদে বিভিন্ন ভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *