August 31, 2025, 12:39 am
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় মুক্তিযোদ্ধা কল্যান ট্রাষ্টের পক্ষ থেকে ৩৬ জন মুক্তিযোদ্ধার ২ হাজার টাকা করে মোট ৭২ হাজার টাকা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু। বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী রুহুল আমীন, ডেপুটি কমান্ডার ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মলঙ্গী, সহকারী কমান্ডার অবঃ শিক্ষক রনজিৎ কুমার সরকার, কাজী তোকারাম হোসেন, জামির হোসেন, আনিছুর রহমান, আব্দুল ওয়াদুদ, শহীদ কাগুজি, মাজেদ সরদার ও আব্দুর রহমান। অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ৫০ জন অসহায় হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র দেয়া হয়।
ইমদাদুল হক,
পাইকগাছা, খুলনা।