August 31, 2025, 8:36 am
ষ্টাফ রিপোর্টারঃ
শ্রমিকদের ন্যায্য দাবী ও অধিকার বাস্তবায়নের আন্দোলনের মেঠো পথ পেরিয়ে শ্রমিক রাজনীতিতে প্রবেশ করেছে ময়মনসিংহ সিটি করপোরেশনের বর্ধিত অংশ সাবেক দাপুনিয়া ইউনিয়নের একাংশ নিয়ে গঠিত ২৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হয়েছেন সাবেক ছাত্রনেতা জাতীয় শ্রমিকলীগ সদর উপজেলা শাখার সদস্য সচিব শিবলু মাহমুদ। তিনি ২৯নং ওয়ার্ডকে উন্নয়নের মাধ্যমে পরিবর্তন করে পরিচ্ছন্ন ও স্মার্ট এলাকা হিসাবে গড়তে চান।
স্কুল জীবনেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতির প্রতি তীব্র নেশা জাগে এই তরুণ শ্রমিক নেতার। দীর্ঘদিন বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়নে রাজনীতি করতে গিয়ে হয়রানিমূলক মামলাও মোকাবিলা করতে হয়েছে। তবুও হাল ছাড়েননি রাজনীতিতে। তাইতো তিনি এবার আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৯নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদে অংশ গ্রহন করার জন্য আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে সাধারণ মানুষের কাছে গিয়ে দোয়া ও সহযোগীতা চেয়ে বেড়াচ্ছেন ।
ইতিমধ্যে- আগামী ৯মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) ভোট গ্রহণের প্রস্তুতি নিয়ে ইতিমধ্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী এবার ১৩ফেব্রুয়ারী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন, ১৫ ফেব্রুয়ারী মনোনয়নপত্র বাছাই, ১৬-১৮ ফেব্রুয়ারী রিটানিং অফিসার কর্তৃক বাছাই সিদ্বান্তের বিরুদ্ধে আপিল দায়ের,১৯-২০ ফেব্রুয়ারী আপিলে নিষ্পত্তি ও প্রত্যাহারের শেষ সময় ২২ফেব্রুয়ারী।
এদিকে নির্বাচন সামনে রেখে ইতোমধ্যেই তোড়জোড় শুরু করেছেন সম্ভাব্য ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা। প্রতিদিন উঠান বৈঠক ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়ার মধ্য দিয়ে রাতদিন গণসংযোগে ব্যস্ত সময় পাড় করছেন কাউন্সিলর প্রার্থীরা।
অন্যান্য প্রার্থীদের ন্যায় ২৯নং ওয়ার্ড এলাকাকে ডিজিটাল ও স্মার্ট ওয়ার্ড নিয়ে কাজ করতে গণসংযোগ করছেন সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটুর বিশ্বস্ত আস্থাভাজন শিবলু মাহমুদ। বিগত পাঁচ বছরে অবহেলা ও সঠিক নেতৃত্বের অভাবে নাগরিক সুবিধাবঞ্চিত ওয়ার্ড এলাকার বাসিন্দারা। এবার নির্বাচিত হয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে তার স্বপ্নের সুখী সমৃদ্ধ এলাকা হিসাবে ২৯নং ওয়ার্ডকে উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিতে চান এই শ্রমিকনেতা । সেই লক্ষ নিয়ে তিনি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসাবে এলাকায় নিয়মিত ভোটারদের কাছে ছুটছেন। দিচ্ছেন নানান ধরনের আশ্বাস ও প্রতিশ্রুতি। এর মধ্যে তিনি বেশ কয়েকটি উঠান বৈঠক ও সভা করেছেন। ভোটারদের কাছ থেকেও ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
কাউন্সিলর প্রার্থী শিবলু মাহমুদ বলেন, আমি এই ওয়ার্ডের মানুষের বিপদে-আপদে পাশে ছিলাম। ভবিষ্যতেও পাশে থেকে কাজ করতে চাই। আমি নির্বাচিত হলে এই ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব। সারা দেশে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের যে জোয়ার বইছে সেই জোয়ারে সাথে ২৯ নং ওয়ার্ডকেও এগিয়ে নিতে চাই। যদি ২৯ নং ওয়ার্ডবাসী আমাকে সুযোগ প্রদান করে তাহলে আমি এই ওয়ার্ডকে একটি আধুনিক, স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।