পাইকগাছায় এসএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল, দাখিল (ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের এক প্রস্তুতি মূলক সভা বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইউএনও মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, গোপাল চন্দ্র ঘোষ, আজহার আলী, মোয়াজ্জেম হোসেন সিকদার, সুপার আব্দুল হামিদ, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, রহিমা আক্তার শম্পা, সঞ্জয় মন্ডল, মধুসূদন সরকার, খায়রুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আনন্দ মোহন দাশ, ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস ও প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। উল্লেখ্য, এ বছর অত্র উপজেলায় ১০টি কেন্দ্র ও ৩টি ভ্যেনু কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হচ্ছে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির, আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউট, চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউট, কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয়, পাইকগাছা সিনিয়র আলিম মাদ্রাসা, হাবিবনগর এমকেজিএসবি ফাজিল মাদ্রাসা, গদাইপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ভেন্যু কেন্দ্র রাড়ুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ আয়ুব ও মুছা মেমোরিয়াল মহাবিদ্যালয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *