প্রতিনিধি,সদর উপজেলা , খাগড়াছড়ি।
খাগড়াছড়িতে একক সঙ্গীত নিয়ে ফেইসবুক লাইভ- এ আসছেন সুপরিচিত সঙ্গীত শিল্পী বিজয় দেব। আগামী ২ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যা ৭টার সময় সাংস্কৃতিক সংগঠন খাগড়াছড়ি কালচারাল লাইসিয়াম এর সার্বিক সহযোগিতায় ও বিনোদন বিডি ২৪ ফেসবুক পেইজ এর আয়োজনে লাইভটি সরাসরি সম্প্রচার করা হবে।
সঙ্গীত শিল্পী বিজয় দেব এর একক সঙ্গীত অনুষ্ঠানটি উপভোগ করার জন্য সকল দর্শকবৃন্দদের অনুরোধ জানানো যাচ্ছে। সেই সাথে পেইজটি লাইক দিয়ে সাথে থাকার জন্য অনুরোধ জানান বিনোদন বিডি২৪ এর এডমিন প্যানেল।
জানা যায়, খাগড়াছড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রান্তিক পর্যায়ের ভালো শিল্পীদের মূল ধারায় তুলে আনতে পৃষ্টপোষকতা দিয়ে যাচ্ছে এবং তাদের এগিয়ে আনতে কাজ করে যাচ্ছে সাংস্কৃতিক সংগঠন “খাগড়াছড়ি কালচারাল লাইসিয়াম “ও ফেইসবুক পেইজ “বিনোদন বিডি ২৪” এর এডমিন প্যানেল।
অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতায় রয়েছে খাগড়াছড়ি কালচারাল লাইসিয়াম এর সভাপতি ইউসুফ আদনান, সঙ্গীত শিক্ষক রন্টু দেবনাথ, বিনোদন বিডি ২৪ এর এডমিন নুরুল ইসলাম (টুকু), খাগড়াছড়ির সুপরিচিত সঙ্গীত শিল্পী নিতাই দেবনাথ, পলাশ চৌধুরী, বিজয় দেব, সুমন দে,সাংবাদিক মিঠুন সাহাসহ প্রমুখ।

Leave a Reply