প্রেস বিজ্ঞপ্তি
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর কর্তৃক সার্ভিল্যান্স অভিযান পরিচালনায় ৩৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরর জন্য আলামত জব্দ করা হয়েছে।
অদ্য ৩০.০১.২০২৪ ইং তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানে-
ক) সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে মামলার জন্য আলামত জব্দ করা প্রতিষ্ঠানগুলো হলো ঃ
১. মেসার্স বীরগঞ্জ ব্রিকস ফার্ম (ইইঋ), বর্ষা আমতলি, বীরগঞ্জ, দিনাজপুর
২. মেসার্স আর এন ব্রিকস (জঘই), কাশিপুর, বলেয়াহাট, কাহারোল, দিনাজপুর
৩. মেসার্স এম কে ব্রিকস (গকই), উত্তর নওগাঁ, জয়নন্দহাট, কাহারোল, দিনাজপুর
৪. মেসার্স বি কে বি ব্রিকস (ইকই), জিনোর বকুলতলা, বোচাগঞ্জ, দিনাজপুর
৫. মেসার্স লিপা ব্রিকস (খওচঅ), শালের হাট, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
৬. মেসার্স এস এস ব্রিকস (ঝঝই), উত্তর কৃষ্ণপুর, বোচাগঞ্জ, দিনাজপুর
৭. মেসার্স এম এন বি ব্রিকস (গঘই), মুরারীপুর, বোচাগঞ্জ, দিনাজপুর
৮. মেসার্স এম এস টি ব্রিকস-১ (গঝঞ), কড়ই, সেতাবগঞ্জ, দিনাজপুর
৯. মেসার্স এম এস টি ব্রিকস-২ (গঝঞ), হাট রামপুর, সেতাবগঞ্জ, দিনাজপুর
১০. মেসার্স ভাই ভাই ব্রিকস-১ (ঠঠই), আনোরা, বোচাগঞ্জ, দিনাজপুর
১১. মেসার্স ভাই ভাই ব্রিকস-২(ঠঠই), আনোরা, বোচাগঞ্জ, দিনাজপুর
১২. মেসার্স আর আর ব্রিকস (জজই), দৌলা, বোচাগঞ্জ, দিনাজপুর
১৩. মেসার্স আশিক ট্রেডার্স ব্রিকস, সত্যমানডাঙ্গী, বোচাগঞ্জ, দিনাজপুর
১৪. মেসার্স রিপন ব্রিকস (জকউ), আলামপুর, বোচাগঞ্জ, দিনাজপুর
১৫. মেসার্স এ এম ব্রিকস (অগই), গরুড়্গ্রাম মঙ্গলপুর, দিনাজপুর
১৬. মেসার্স এ এস ব্রিকস (অঝই), মনিপুর, বোচাগঞ্জ, দিনাজপুর
১৭. মেসার্স সেতাবগঞ্জ ব্রিকস (ঝ*ই), সেতাবগঞ্জ, দিনাজপুর।
১৮. মেসার্স এম আই ব্রিকস(গওই), দেওখড়া, বোচাগঞ্জ, দিনাজপুর
১৯. বিবিসিএল অটো ব্রিকস, দেওখড়া, বোচাগঞ্জ, দিনাজপুর
২০. মেসার্স মোল্লা ব্রিকস-১ (গই), লক্ষনিয়া, বোচাগঞ্জ, দিনাজপুর
২১. মেসার্স মোল্লা ব্রিকস-২(গই), লক্ষনিয়া, বোচাগঞ্জ, দিনাজপুর
*২২. মেসার্স জেড ব্রিকস(ত*ই), রামদাসপাড়া, সেতাবগঞ্জ, দিনাজপুর
২৩. মেসার্স ডিএন ব্রিকস (উঘই), রামদাসপাড়া, সেতাবগঞ্জ, দিনাজপুর
২৪. মেসার্স এম আই এস ব্রিকস(গওঝ), সেনিহারী, সুলতানপুর, বোচাগঞ্জ, দিনাজপুর
২৫. মেসার্স সেভেন ব্রাদার্স ব্রিকস (৭ই), গড়েয়া, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
২৬. মেসার্স এস বি এস ব্রিকস ফিল্ড (ঝইঝ), ভেমটিয়া, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
২৭. মেসার্স এসবি ব্রিকস ফিল্ড(ঝ*ই), ভেমটিয়া, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
২৮. মেসার্স ডি*আর ব্রিকস (গউজ), গুয়াগাও, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
২৯. মেসার্স বিবিএস ব্রিকস (ইইঝ), উত্তর গুয়াগাও, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
৩০. মেসার্স এবিএস ব্রিকস (মিন্টু), ভেলাতর, দক্ষিণপাড়া, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
৩১. মেসার্স এম বি এন্টারপ্রাইজ (গইই), ভেলাতর ভদ্রপাড়া, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
৩২. মেসার্স এম এ আর ব্রিকস(গঅজ), নোহালী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
৩৩. মেসার্স এস বি এস ব্রিকস ফিল্ড -১(ঝইঝ), গোদাগাড়ী, সিন্দুর্না, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
৩৪. মেসার্স এম এন এস ব্রিকস (গঘঝ), দস্তমপুর, ৯ নং সেনগাও, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
৩৫. মেসার্স যে আর ব্রিকস ফিল্ড  (ঔ*জ), সিন্দুরনা, ৯ নং সেনগাও, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
৩৬. মেসার্স এস বি ব্রিকস ফিল্ড (ঝ*ই), নানুহার, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
৩৭. মেসার্স বিএসবি ব্রিকস (ই.ঝ.ই), দৌলতপুর (গোয়ালপাড়া), পীরগঞ্জ, ঠাকুরগাঁও।
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম) এর নেতৃত্বে অভিযানটি পরিচাললিত হয়। উক্ত অভিযানটিতে আরোও উপস্থিত ছিলেন প্রকৌঃ জুনায়েদ আহমেদ ও খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম)। 

Leave a Reply