কে এম শহীদুল সুনামগঞ্জ:
সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের অভিযানে ভারতীয় চিনি চিনিসহ একজনকে আটক করা হয়েছে। এসআই মোঃ সিকান্দর আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৩ হাজার ৪শ’ কেজি ভারতীয় চিনি ও ১টি পিকআপভ্যানসহ ১জন চোরাকারবারিকে গ্রেফতার করেন।গত ২৮ জানুয়ারি ২০২৪ ইং রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানাধীন দোয়ারাবাজার থেকে গোবিন্দগঞ্জগামী রাস্তায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাকারবারের সাথে জড়িত ছাতক থানার পূর্ব নোয়ারাই গ্রামের মৃত মখলিছ আলীর ছেলে মোঃ এলাইছ মিয়াকে (২৪)’কে আটক করা হয়। আটককৃত আসামির নিকটে থাকা ১টি পিকআপভ্যান তল্লাশি করে ৩ হাজার ৪ শ’ কেজি (৬৮ বস্তা) ভারতীয় চিনি ও চিনি পরিবহনে ব্যবহৃত পিকআপভ্যানটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৪০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামি জব্দকৃত ভারতীয় চিনি আমদানী সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আসামি চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে পরিবহন করায় তার বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।##
Leave a Reply