August 31, 2025, 2:56 pm
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার।।
দক্ষিণ চট্টলার শতাব্দীর প্রাচীনতম বিদ্যাপীঠ পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের ২০২৪-২৫ সনের ম্যানেজিং কমিটির ১ম সাধারন সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি, অধ্যাপক ডাঃ সৈয়দ সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সুনিল কুমার বড়ুয়া, দাতা সদস্য আহম্মদ কবির, অভিভাবক সদস্য মিশকাত আহমদ, বিশ্বজিৎ দাশ, মোহাম্মদ গফফারুল বশর ও নাছির উদ্দিন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মিসেস রুমী বড়ুয়া, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আবদুল হাফেজ, মোহাম্মদ সাইফুল আজম ও মিসেস শিখা রাণী দেবী। সভায় বিশিষ্ট সমাজসেবক, পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রদীপ কুমার বিশ্বাস কে
সর্বসম্মতিক্রমে শিক্ষানুরাগী সদস্য নির্বাচন করা হয়। সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।