August 31, 2025, 6:53 pm
প্রেস বিজ্ঞপ্তি।
অদ্য ২৯.০১.২০২৪ খ্রিস্টাব্দে জেলা প্রশাসন, পঞ্চগড় এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে প গড় জেলায় সদর উপজেলায় ০১ টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
উক্ত ভ্রাম্যমান আদালতে-
(১) মেসার্স এ.এন. এন্টারপ্রাইজ, বিসিক, সদর, প গড় (২) মেসার্স ইসলাম ইন্ডাস্ট্রি, বিসিক, সদর, প গড় প্রতিষ্ঠানদ্বয়ের যথাক্রমে মুড়ি ও কনক্রিট পেভিং ব্লক পণ্যদ্বয়ের অনুকূলে সরকারি দায়িত্ব পালনকালে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০/৩০ ধারা অনুযায়ী উভয় প্রতিষ্ঠানকে ১০,০০০/- টাকা করে মোট ২০০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন জনাব মোঃ আব্দুল আল মামুন কাওসার শেখ, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, সদর, প গড়। প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন প্রকৌঃ ইশতিয়াক আহম্মেদ, ফিল্ড অফিসার (সিএম)। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকৌঃ মোঃ আহসান হাবীব, পরিদর্শক (মেট্রোলজি)।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।