নেছারাবাদে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন,
নেছারাবাদ(পিরোজপুর)সংবাদদাতা।

“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৮ম জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৩ এর উদ্ধোধন করা হয়েছে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ও নেছারাবাদ উপজেলা প্রশাসন এর আয়োজনে ২৯ জানুয়ারী রোজ সোমবার সকাল ১০টায় সরকারি স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় স্কুল মাঠে এ মেলার আয়োজন করা হয়েছে।

নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার জনাব মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল হক, চেয়ারম্যান, উপজেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব তাপস পাল সহকারী কমিশনার (ভূমি), নার্গিস জাহান মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। এছাড়া সাংবাদিক ও উপজেলা অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে মেলা উদ্ভোধন ও জাতীয় বিজ্ঞান মেলা অংশগ্রহণকারী বিভিন্ন স্কুলের স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবনী গুলো ঘুরে দেখেন অতিথিবৃন্দ। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং দর্শণার্থী শিক্ষার্থীদের উদ্ভাবনী স্টল ঘুরে ঘুরে উপভোগ করছেন। মেলা আগামীকাল ৩০ জানুয়ারী মঙ্গলবার পর্যন্ত প্রদর্শণী চলবে ও বিজয়ী প্রতিষ্ঠানকে পুরষ্কার প্রদান করা হবে। উক্ত বিজ্ঞান মেলায় উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৬টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *