চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

মহিউদ্দীন চৌধুরী।,ষ্টাফ রিপোর্টার:
পটিয়ায় ঐতিহ্যবাহী চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগিতা ২৯ জানুয়ারি সোমবার সম্পন্ন হয়।
এ উপলক্ষে স্কুলের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় শিক্ষা সপ্তাহ নীতিমালার আলোকে চট্টগ্রাম জেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক ও ক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীন। স্কুলের শিক্ষক বজলুল রশিদ এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাবেক কচুয়াই ইউপি চেয়ারম্যান ও স্কুল পরিচালনা
কমিটির সভাপতি আবদুল খালেক, বিশেষ অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির
সদস্য মোহাম্মদ হাসেম মেম্বার, পাভেল বিশ্বাস, দেবাশীষ চৌধুরী, শফিকুর রহমান, নাজমা বেগম,পটিয়া প্রেসক্লাব যুগ্ম সম্পাদক সাংবাদিক সেলিম চৌধুরী,

শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সমর কান্তি বিশ্বাস, অনজন কুমার ভর্টচার্য়্য, সাধন চন্দ্র দে, মোহাম্মদ মুছা, রবীন্দ্র ঘোষ, তাপস চৌধুরী, সমীর ধর,জান্নাতুল ফেরদৌস, ইয়াছমিন আকতার, রুমা আকতার, মিলি ঘোষ, জুয়েল দাশ, রাজিয়া বেগম, মোহাম্মদ রিয়াদ প্রমুখ।

উল্লেখ্য মহান বিজয় দিবস ২০২৩ ইং চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় উপজেলার মধ্যে পুরস্কার লাভ করার হওয়ার গৌরব অর্জন করে।

প্রধান অতিথি’র বক্তব্যে পটিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও চক্রশাল স্কুল পরিচালনা পর্ষদ সভাপতি চেয়ারম্যান আবদুল খালেক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তারাই হবে দেশ গড়ার কারিগর। ভবিষ্যৎ প্রজন্ম সঠিকভাবে বেড়ে উঠতে যেমন প্রয়োজন শারীরিক সুস্থতা, তেমনই প্রয়োজন মানসিক সুস্থতা। তিনি আরোও বলেন, শারীরিক শক্তি ও মানসিক চিন্তা-চেতনা, বুদ্ধিমত্তা বিকাশের অন্যতম মাধ্যম হল খেলাধুলা। খেলাধুলাই একমাত্র সুস্থ শরীর গঠন, সঠিক ব্যক্তিত্ব বিকাশ ও মানসিক বিকাশে কার্যকরী ভূমিকা পালন করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *