August 31, 2025, 2:30 am
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ২কেজি মাদকদ্রব্য গাঁজা, একটি মোটরসাইকেলসহ ০২ জন কে গ্রেফতার করেন। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আমিরুল ইসলাম,এর নেতৃত্বে এসআই নিজাম উদ দৌলা, এএসআই আব্দুল বারী, রাশেদ মিয়া ও রবিউল ইসলাম,বিশেষ অভিযানে সদর থানাধীন কুলাঘাট্ ইউপিস্থ খাটামারী গ্রামে মামা-ভাগিনা বাজার হইতে হবিরমোড় গামী রাস্তার ভালোবাসা ব্রিজ এর পশ্চিম পাশ্বে পাকা রাস্তার উপর হইতে সোবাহান আলী (৪০),পিতা-তোফাজ্জল হোসেন, সাং-হলদিবাড়ী,২ নং ওয়ার্ড, ইউপি-বালাপাড়া, থানা-কাউনিয়া, জেলা-রংপুর, মাসুদ রানা (১৯), পিতা-আব্দুর রশিদ ওরফে আজিজার রহমান, সাং-শিমুলতলী, পৌর ০৭ নং ওয়ার্ড, থানা-রিরামপুর, জেলা-দিনাজপুর, একটি RTR apache মোটরসাইকেলে ২কেজি মাদকদ্রব্য গাঁজা বহন করার সময় উপরোক্ত আসামিদের কে গ্রেফতার করেন ডিবি পুলিশ। এ বিষয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।ডিবি অফিসার ইনচার্জ ওসি আমিরুল ইসলাম জানান সদর থানাধীন কুলাঘাট্ ইউপিস্থ খাটামারী গ্রামে মামা-ভাগিনা বাজার হইতে ২কেজি মাদকদ্রব্য গাঁজা, একটি মোটরসাইকেলসহ ০২ জন কে গ্রেফতার করেন ডিবি পুলিশ।
হাসমত উল্লাহ।