আগৈলঝাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিকদারের দাফন সম্পন্ন

বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের কৃষক লীগের প্রতিষ্ঠাতা, ’১৫ আগষ্ট শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের ঘনিষ্ট সহচর,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার,বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, রাজিহার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,উপজেলা কৃষক লীগের সভাপতি ও রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাশাইল শহিদ সুকান্ত বাবু কলেজের সভাপতি মোঃ মুরাদ হোসেন সিকদারের পিতা, মৃত্যু হোচেন উদ্দিন শিকদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শিকদারের রাস্ট্রীয় মর্যাদা প্রদান শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। ২৭জানুয়ারি শনিবার সকাল এগারোটায় আগৈলঝাড়ার বাশাইল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন এর নেতৃত্বে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ পুলিশ সদস্যদের নিয়ে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন। পরে মরহুমের কফিনে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনের এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র পক্ষে আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতারা শেষ শ্রদ্ধা নিবেদন করে মহুমের রুমের মাগফিরাত কামনা করে
দোয়া-মোনাজাত পরিচালনা করেন বাশাইল কেন্দ্রীয় ঈদগা ময়দানের ইমাম মুফতি মাওলানা মোঃ মাসুম বিল্লা, হাফেজ মাওলানা মোঃ শফিকুল ইসলাম ফারুকী সহ সকল মসজিদের ইমাম গন।মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পীকার, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, আগৈলঝাড়া সরকারি শহিদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এস এম হেমায়েত উদ্দিন, আওয়ামী লীগ নেতা রুস্তুম সেরনিয়াবাত,এসএম হেমায়েত উদ্দিন, আব্দুস সাত্তার মোল্লা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার,সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন সরদার, ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, বিপুল দাশ, মোঃ শফিকুল হোসেন টিটু তালুকদার, সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন সিকদার, বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ এনায়েত হোসেন নান্নু, সাবেক সভাপতি মোঃ সাইদুল সরদার, বি এম মনিরুল ইসলাম মন্নান ভূইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক মোঃ শহিদ তালুকদার, ছাত্র লীগ সভাপতি মোঃ মিন্টু সেরনিয়াবাত,সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন পাইক, বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সহ-সভাপতি দৈনিক বাংলাদেশের আলো ও দৈনিক হিরন্ময় পত্রিকার প্রতিনিধি বি এম মনির হোসেন,আওয়ামী লীগ নেতা মোঃ সিদ্দিকুর রহমান মৃধা, মতিউর রহমান হাওলাদার,
বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক মিয়া, শিক্ষক তানবীর হাসান পান্না সহ সকল শিক্ষক গনসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ও সাধারণ মুসুল্লীরা। প্রকাশ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিকদার (৯৩) পাঁচ ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনীসহ বহু গুনাগ্রাহী রেখে বার্ধক্যজনিত কারনে শুক্রবার বিকেল সাড়ে তিনটায় ছোট বাশাইল গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *