স্বরূপকাঠিতে পাচার করার সময় দুইটি ফিসিং বোটসহ কোটি টাকা মুল্যের সুপারি আটক গ্রেফতার ৩

আনোয়ার হোসেন,
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
স্বরূপকাঠিতে দুইটি ফিসিং বোটে করে পাচারের সময় এক হাজার ৮০ বস্তা শুকনা সুপারি আটক করেছে পুলিশ। পুলিশের দাবি আটককৃত সুপারির আনুমানিক মুল্য দেড় কোটি টাকা। বুধবার রাতে বিনাকপুর সংলগ্ন সন্ধ্যা নদী থেকে দুইটি ফিসিং বোটসহ তিন জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মঠবাড়িয়া উপজেলার জানখালী গ্রামের সেকেন্দার আলীর পুত্র হারুন হাওলাদার,তুসখালী গ্রামের খালেক হাওলাদারের পুত্র অলি হাওলাদার ও লক্ষ্মিপুর জেলার রামগতি থানার চরলক্ষ্মীপুর গ্রামের ফয়জুল হকের পুত্র নুরনবী। এ ঘটনায় এস আই আসাদুজ্জামান পঞ্চায়েত বাদী হয়ে আটককৃত তিনজনসহ চারজনকে আসামি করে অবৈধভাবে পাচারের অভিযোগে থানায় মামলা রেকর্ড করা হয় । মামলা সুত্রে জানাগেছে সাগরে মাছ ধরার বৃহৎ দুটি ফিসিং বোট পাটাতনের নিচে ১০৮০ বস্তা সুপারি বোঝাই করে ভারতে পাচারের উদ্দেশ্যে রাজবাড়ি সংলগ্ন সন্ধ্যা নদীতে নোঙর করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে টাডি সুপারি বোঝাই বোট দুইটি থানায় নিয়ে আসেন। এ সময় বোটে থাকা তিনজনকে আটক করতে পারলেও পাচারের মুলহোতা তুসখালী বাজারের শাহজাহান হাওলাদার নামে একজন পালিয়ে যায়। পুলিশ সুপারি ও ফিসিংবোটসহ প্রায় পৌনে তিন কোটি টাকার মালামাল জব্দ তালিকায় দেখিয়েছেন। নেছারাবাদ স্বরূপকাঠি থানার ওসি মো, গোলাম ছরোয়ার বলেন, প্রায় দেড় কোটি টাকা মুল্যের এসব সুপারি সাগর পথে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *