August 31, 2025, 12:00 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
সুজানগরে ট্রাক, ট্যাংকলরী ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দো-য়া মাহফিল সুজানগরে ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধ-র্ষণ চেষ্টা,থানায় মা-মলা অ-তিরিক্ত সার দেওয়া মানে জমির জন্য ক্ষ-তি: কৃষি সচিব তানোরে গো-খাদ্যর সং-কট বি-পাকে গৃহস্থ-খামারি খুলনার উপকূলীয় অঞ্চলে বিক্রি হচ্ছে গোলফল ; অর্থনৈতিক সম্ভা-বনার নতুন দ্বার খুলছে ভারত সীমান্তবর্তী পদ্মা পাড়ের কয়েকটি গ্রাম নদী ভা-ঙ্গনে মানচিত্র থেকে হা-রাতে বসেছে তানোরে জামায়াতের শুধী স-মাবেশ ধামইরহাটে আইডিয়াল মাদ্রাসার অভিভাবকদের নিয়ে মতবিনিময় স-ভা অনুষ্ঠিত ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উ-দ্বোধন নড়াইলে ১০টি চো-রাই ল্যাপটপ উ-দ্ধার আন্তঃজেলা চো-র চ-ক্রের দুইজন গ্রে-ফতার
রংপুর কর্তৃক সার্ভিল্যান্স অভিযান পরিচালনায় ৪২টি ক্লে-ব্রিকস (ইট) উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

রংপুর কর্তৃক সার্ভিল্যান্স অভিযান পরিচালনায় ৪২টি ক্লে-ব্রিকস (ইট) উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

প্রেস বিজ্ঞপ্তি
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর কর্তৃক সার্ভিল্যান্স অভিযান পরিচালনায় ৪২টি ক্লে-ব্রিকস (ইট) উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরর জন্য আলামত জব্দ করা হয়েছে।

অদ্য ২৫.০১.২০২৪ ইং তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে রংপুর, দিনাজপুর ও গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানে-

ক) সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে মামলার জন্য আলামত জব্দ করা প্রতিষ্ঠানগুলো হলো ঃ
১. মেসার্স অঘঐ ব্রিকস, মনাইল, খালাশপীর, রংপুর,
২. মেসার্স ঝজগ ব্রিকস, টুকুরিয়া, খালাশপীর, রংপুর
৩. মেসার্স অঝগ ব্রিকস, মাগুরা, নবাবগঞ্জ, দিনাজপুর
৪. মেসার্স এমবি মোহাম্মদ ব্রিকস, রামপুর, নবাবগঞ্জ, দিনাজপুর
৫. মেসার্স অঋঋ ব্রিকস, কপালদারা, বিনোদনগর, নবাবগঞ্জ, দিনাজপুর
৬. মেসার্স অজগ ব্রিকস, বিনোদনগর, নবাবগঞ্জ, দিনাজপুর
৭. মেসার্স গঋক ব্রিকস, জাদভবানীপুর, নবাবগঞ্জ, দিনাজপুর
৮. মেসার্স এস এ ব্রিকস (ঝঅ), চকচান, নবাবগঞ্জ, দিনাজপুর
৯. মেসার্স ঝগই ব্রিকস, চেরাগপুর, রঘুনাথপুর, নবাবগঞ্জ, দিনাজপুর
১০. মেসার্স ডজঝ ব্রিকস, বড় রঘুনাথপুর, মিঠাপুকুর, নবাবগঞ্জ, দিনাজপুর
১১. মেসার্স অগই ব্রিকস, হরিপুর, খলিশাগাড়ি, নবাবগঞ্জ, দিনাজপুর
১২. মেসার্স জঅই ব্রিকস, হরিপুর, খলিশাগাড়ি, নবাবগঞ্জ, দিনাজপুর
১৩. মেসার্স গগই ব্রিকস, চকদলু, নবাবগঞ্জ, দিনাজপুর
১৪. মেসার্স গঐই ব্রিকস, চকদলু, নবাবগঞ্জ, দিনাজপুর
১৫. মেসার্স ঞঐগ/ ঞগই ব্রিকস, রামভদ্রপুর, বিনোদপুর, নবাবগঞ্জ, দিনাজপুর
১৬. মেসার্স অঙখ ব্রিকস, খলিশাগাড়ি, গোলাপগঞ্জ, নবাবগঞ্জ, দিনাজপুর
১৭. মেসার্স জগঅ ব্রিকস, হরিপুর, খলিশাগাড়ি, নবাবগঞ্জ, দিনাজপুর
১৮. মেসার্স হালিম ব্রিকস (গঐই), দোমাইল, দাউদপুর, চকদলু, নবাবগঞ্জ, দিনাজপুর
১৯. জঊঅখ ব্রিকস, দোমাইল শালপাড়া, নবাবগঞ্জ, দিনাজপুর
২০. মেসার্স জেড ব্রিকস, মালারপারা, নবাবগঞ্জ, দিনাজপুর
২১. মেসার্স অ.ই ব্রিকস, মালারপাড়া, নবাবগঞ্জ, দিনাজপুর
২২. মেসার্স গঅই ব্রিকস, বৈদার হাট, নবাবগঞ্জ, দিনাজপুর
২৩. মেসার্স গজঝ ব্রিকস, মালারপাড়া কড়াইবিল, নবাবগঞ্জ, দিনাজপুর –
২৪. মেসার্স ঝজই ব্রিকস, হেয়াতপুর, নবাবগঞ্জ, দিনাজপুর
২৫. মেসার্স গজঞ ব্রিকস, দারিয়া, নবাবগঞ্জ, চকদলু, নবাবগঞ্জ, দিনাজপুর
২৬. মেসার্স মাছুম ব্রিকস ফিল্ড(গগই), তলব রশিদ, দরিয়া, চকদলু, নবাবগঞ্জ, দিনাজপুর
২৭. মেসার্স ঋঞই ব্রিকস, হরিরামপুর, দাউদপুর, নবাবগঞ্জ, দিনাজপুর
২৮. মেসার্স ঋঞই ব্রিকস-২ (জগঞই), হরিরামপুর, দাউদপুর, নবাবগঞ্জ, দিনাজপুর
২৯. মেসার্স কই ব্রিকস, রঘুনাথপুর, হরিপাড়া, ঘোড়াঘাট, দিনাজপুর
৩০. মেসার্স অঊঈ ব্রিকস, বুলাকীপুর (বিন্যাগাড়ী), ঘোড়াঘাট, দিনাজপুর
৩১. মেসার্স কইগ ব্রিকস, হাটপাড়া, ঘোড়াঘাট, দিনাজপুর
৩২. মেসার্স গজই ব্রিকস, বিন্যাগাড়ী, ঘোড়াঘাট, দিনাজপুর
৩৩. মেসার্স ঐইগ ব্রিকস, বারপাকেরগড় (বইদর), ঘোড়াঘাট, দিনাজপুর
৩৪. মেসার্স জতজই ব্রিকস, আবিরেরপাড়া, ঘোড়াঘাট, দিনাজপুর
৩৫. মেসার্স ঝজই ব্রিকস, হাটপাড়া, ঘোড়াঘাট, দিনাজপুর
৩৬. মেসার্স এইখ ব্রিকস, কাজীরবন, ঘোড়াঘাট, দিনাজপুর
৩৭. মেসার্স অঊঈ ব্রিকস-২, বুলাকীপুর (বিন্যাগাড়ী), ঘোড়াঘাট, দিনাজপুর
৩৮. মেসার্স ইঐঘ মার্কা ইট ভাটা, চম্পাতলী সাহেবগঞ্জ, ঘোড়াঘাট, দিনাজপুর
৩৯. মেসার্স ইঐই ব্রিকস, হিলালীপাড়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা
৪০. মেসার্স অঘই ব্রিকস, নাসিরাবাদ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা
৪১. মেসার্স ঐজ ব্রিকস, কাটাবাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা
৪২. মেসার্স প্রধান ব্রিকস (গচই) ব্রিকস, পশ্চিম ফুলহার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম) এর নেতৃত্বে অভিযানটি পরিচাললিত হয়। উক্ত অভিযানটিতে আরোও উপস্থিত ছিলেন প্রকৌঃ জুনায়েদ আহমেদ ও খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম)।

জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD