ধামইরহাটে ৫ হাজার রোগীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর ধামইরহাটে ৫ হাজার চক্ষু রোগীর বিনামূল্যে চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ২৬ জানুয়ারী সকাল থেকে দিনব্যাপী এই কার্যক্রমে প্রায় ৫ হাজার রোগী অংশগ্রহণ করেন। চক্ষু পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন ঘোষনা করেন আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ সেক্টরের মহাপরিচালক ডা. আহমেদ তাহের আল-মিম্বারি। ক্যাম্প পরিচালনায় উপস্থিত ছিলেন মেডিকেল ডাইরেক্টর ডা. মোহাম্মদ আবু সাঈদ ও টিম লিডার ডা. সালমান আহমেদ, ব্যবস্থাপনায় সহযোগিতা করেন বাংলাদেশ সেক্টরের ক্যাম্প ম্যানেজার ওবায়েদ উয জামান, সফিয়া পাইলট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান প্রমুখ। চক্ষু ক্যাম্পে ১৫ জন চক্ষু চিকিৎসক সহ মোট ১শত সদস্যের মেডিকেল টিম চিকিৎসা প্রদান করেন। বিনামুল্যে চিকিৎসা ও ঔষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন রোগীরা।
সংস্থার মিডিয়া বিষয়ক কর্মকর্তা- মোহাম্মদ আলী ছিদ্দিকী জানান, আজকে ৫ হাজার রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা বিনামুল্যে প্রদানের লক্ষমাত্রা রয়েছে। এছাড়াও ৫শত চক্ষু রোগীর ছানি অপারেশন ও লেন্স স্থাপনের জন্য তাদের নির্বাচন করা হবে এবং তাদের সকল পরীক্ষা, পরামর্শ চিকিৎসা ঔষধ, চশমা প্রদান এবং থাকা-খাওয়াসহ যাবতীয় সেবা জয়পুরহাট মক্কা চক্ষু হাসপাতালে বিনামুল্যে প্রদান করা হবে।

আবুল বয়ান।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *