তেঁতুলিয়ায় নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে নবনির্বাচিত পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বি’র সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল হাসান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ ইউসুফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সুলতানা রাজিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার কাজী মাহবুবুর রহমান, কৃষকলীগের কেন্দ্রীয় সহসভাপতি ও পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল লতিফ তারিন প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ গণমাধ্যমকর্মীরা। সভায় দপ্তর প্রধানরা নিজ দপ্তরে চলমান কাজের বিবরণী ও ভবিষ্যত কর্মপরিকল্পনাসহ আবশ্যিক বিষয় সমুহ তুলে ধরে বক্তব্য দেন।

এ সময় নবনির্বাচিত পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে সম্ভাষণ জানানো হয়।

সভা শেষে নবনির্বাচিত সংসদ সদস্য কর্তৃক তেঁতুলিয়া উপজেলার অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

মুহম্মদ তরিকুল ইসলাম।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *