আওয়ামী লীগ নেতা অধ্যাপক আব্দুল মান্নান আর আমাদের মাঝে নেই

বানারীপাড়ার আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল মান্নান আর নেই। তিনি আজ সকাল ৭টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন ইন্না….. রাজিউন।তিনি ফুসফুস ও কিডনীর জটিলতা সহ নানাবিধ রোগে আক্রান্ত হয়ে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

অধ্যাপক আব্দুল মান্নান বানারীপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি বাইশারী সৈয়দ বজলুল হক কলেজ ও বানারীপাড়া ডিগ্রি কলেজে ইতিহাস বিভাগে অধ্যাপনা করেন।

এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামীলীগ বানারীপাড়া উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি ছিলেন ও বানারীপাড়া বন্দর বাজারের ব্যবসায়ী ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী,একপুত্র, তিনকণ্যা, নাতি, নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের প্রথম নামাজে জানাযা সকাল ১১ টায় ঢাকা মালিবাগ কাউন্সিলর অফিসের সামনে অনুষ্ঠিত হয়ে দ্বিতীয় জানাযা আজ বাদ আসর বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হইবে।আপনারা সকলে উপস্থিত থেকে মরহুমের জন্য দোয়া কামনা করবেন।

এদিকে তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুলাহ,সাধারন সম্পাদক তালুকদার মো.ইউনুস,বরিশাল ২ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন,বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক,সাধারন সম্পাদক মাওলাদ হোসেন সানা,ইউপি সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ,অ্যাডভোকেট আতিকুর রহমান জুয়েল,উপজেলা আওয়ামী লীগের সদস্য রিয়াজুল ইসলাম রাজু,যুবলীগ নেতা মাইনুল ইসলাম রোমান ,পার্থ চন্দ সহ বিভিন্ন অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *