August 31, 2025, 9:36 pm
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় সরকারি জায়গা দখল করার অপরাধে ৩ ব্যক্তিকে সাজা প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার লতা ইউনিয়নের হানিরাবাদ গ্রামের মৃত আব্দুল হাকিম হাওলাদারের ছেলে ফজলুল হক (৫২), মৃত মেছের আলী গাজীর ছেলে ইয়াকুব্বার আলী গাজী (৫২) ও কাঠামারী গ্রামের হাজরা অধিকারীর ছেলে অসীম অধিকারী (৩২)। সাজাপ্রাপ্ত ৩ ব্যক্তি মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার লতা ইউনিয়নের কাঠামারী বাজারের সরকারি জায়গা দখল করেছিল। পরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান ঘটনাস্থলে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৩ ধারা লঙ্ঘনের অপরাধে ৩ ব্যক্তির প্রত্যেককে ৭ দিনের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন পেশকার আনিছুর রহমান।