July 1, 2025, 8:02 pm
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাটারি চালিত মিশু অটো ও মোটরবাইক মুখোমুখি সংঘর্ষে সাফিনাজ রোকসানা (৪৫) নামের এক শিক্ষিকার মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন খংগুয়ার ব্রীজ নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মত বাড়ি থেকে স্কুলে যাচ্ছিলেন সাফিনাজ রোকসানা মিশু অটো যোগে। মিশু গাড়িটি পশ্চিম রামজীবন খংগুয়ার ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই স্কুল শিক্ষিকা সাফিনাজ বেগমের মৃত্যু হয়।
নিহত শিক্ষিকা সাফিনাজ রোকসানা রামজীবন ইউনিয়নের বাজারপাড়া গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী। তিনি ধনিয়ারকুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। পরিবারকে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।