মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর শামছুদ্দীন সর্দার মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক ও ফতেপুর ইউপির সাড়াতলা গ্রামের মৃত,মকছেদ মন্ডলের ছেলে মতিয়ার রহমান (৭৫) গত ২০ জানুয়ারি সকালে নিজ বাড়িতে স্টোক রোগে আক্রান্ত হয়ে গত ২৩ জানুয়ারি রাত আনুমানিক ৯ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে স্ত্রী ৪ পুত্র ১ কন্যা নাতি পুতি আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ২৪ জানুয়ারি ফতেপুর শামছুদ্দীন সর্দার মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সকাল সাড়ে ১১ ঘটিকায় বিদ্যালয়ের মাঠে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে বাদ যোহর মরহুমের নিজ বাস ভবন সাড়াতলা গ্রামের ঈদগাহ ময়দানে দ্বিতীয় নামাজে জানাযা আনুষ্ঠিত হয়ে তাহাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
উক্ত বিদ্যালয়ের সহকারী ইসলামী শিক্ষক মাওলানা সাকাওত হোসেনের ঈমামতিত্বে নামাজে জানাযায় বক্তব্য রাখেন ফতেপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম হায়দার নান্টু, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ফতেপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম সর্দার, সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক, মাওলানা আব্দুল বারী প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, ছাত্র সহ অত্র এলাকার বিভিন্ন শ্রেনী পেশার শত শত লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ ১৯৮৪ ইং সালে প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। তিনি জন্মলগ্ন থেকে একই প্রতিষ্ঠানে ২০২০ ইং সাল পর্যন্ত ৩৬টি বছর সুনামের সাথে শিক্ষকতা করে অবসরে আছেন।
মহেশপুরে ফতেপুর শামছুদ্দীর সর্দার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মৃত্যু, দাফন সম্পন্ন

Leave a Reply