ময়মনসিংহ সিটির ২নং ওয়ার্ডকে ডিজিটাল ও স্মার্ট এলাকা গড়তে চান সাবেক ছাত্রনেতা বিল্লাল

ষ্টাফ রিপোর্টারঃ
আগামী ৯মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) ভোট গ্রহণের প্রস্তুতি নিয়ে ইতিমধ্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৩৪ ধারা অনুযায়ী, সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে ভোটের আয়োজনকারী সাংবিধানিক সংস্থা ইসির।

এর আগে গত ২০১৯ সালের ৫মে ময়মনসিংহ সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশের দ্বাদশ সিটি করপোরেশন হিসাবে গেজেট প্রকাশের পাঁচ মাস পর এ নির্বাচন হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, মেয়র ও কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নত্র জমার শেষ সময় ছিলো ৮ এপ্রিল; মনোনয়নপত্র বাছাই ১০ এপ্রিল ও প্রত্যাহারের শেষ সময় ১৭ এপ্রিল। ভোট গ্রহন হয় ৫ মে। ‘নতুন এই সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে ১৩০টি কেন্দ্রের সবগুলোতে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ করা হয়। এবারও ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) আগামী ৯ মার্চ ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেন সিইসি। তফসিল অনুযায়ী এবার ১৩ফেব্রুয়ারী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন, ১৫ ফেব্রুয়ারী মনোনয়নপত্র বাছাই, ১৬-১৮ ফেব্রুয়ারী রিটানিং অফিসার কর্তৃক বাছাই সিদ্বান্তের বিরুদ্ধে আপিল দায়ের,১৯-২০ ফেব্রুয়ারী আপিলে নিষ্পত্তি ও প্রত্যাহারের শেষ সময় ২২ফেব্রুয়ারী।

এদিকে নির্বাচন সামনে রেখে ইতোমধ্যেই তোড়জোড় শুরু করেছেন সম্ভাব্য ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা। প্রতিদিন উঠান বৈঠক ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়ার মধ্য দিয়ে রাতদিন গণসংযোগে ব্যস্ত সময় পাড় করছেন কাউন্সিলর প্রার্থীরা।

ময়মনসিংহ সিটি করপোরেশন এর ২নং ওয়ার্ড এলাকাকে ডিজিটাল ও স্মার্ট ওয়ার্ড নিয়ে কাজ করতে চান সিটি করপোরেশন এর ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক সাবেক ছাত্রনেতা, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক, জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এর বিশ্বস্ত আস্থাভাজন সাব্বির হোসেন বিল্লাল। বিগত পাঁচ বছরে অবহেলা ও সঠিক নেতৃত্বের অভাবে নাগরিক সুবিধাবঞ্চিত ওয়ার্ড এলাকার বাসিন্দারা। এবার নির্বাচিত হয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ বাস্তবায়নে তার স্বপ্নের সুখী সমৃদ্ধ এলাকা হিসাবে ২নং ওয়ার্ডকে উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিতে চান জাপার এই সাবেক ছাত্রনেতা। সেই লক্ষ নিয়ে ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসাবে এলাকায় নিয়মিত ভোটারদের কাছে ছুটছেন। দিচ্ছেন নানান ধরনের আশ্বাস ও প্রতিশ্রুতি। এর মধ্যে তিনি বেশ কয়েকটি উঠান বৈঠক ও সভা করেছেন। ভোটারদের কাছ থেকেও ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

সাধারণ ভোটাররা বলছে, সাব্বির হোসেন বিল্লাল এর মতো তরুণ প্রার্থী হলে সাধারণ মানুষ স্বাগত জানাবে। তারা ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে এমন ব্যক্তিকে চায় যার মধ্যে স্বজনপ্রীতি, ঘুষ-দুর্নীতি, অনিয়ম থাকবে না।

কাউন্সিলর প্রার্থী সাব্বির হোসেন বিল্লাল বলেন, আমি বিগত নির্বাচনেও এই ওয়ার্ডের মানুষের বিপদে-আপদে পাশে ছিলাম। ভবিষ্যতেও পাশে থেকে কাজ করতে চাই। আমি নির্বাচিত হলে এই ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব। সারা দেশে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের যে জোয়ার বইছে সেই জোয়ারে সাথে ২ নং ওয়ার্ডকেও এগিয়ে নিতে চাই। যদি ২ নং ওয়ার্ডবাসী আমাকে সুযোগ প্রদান করে তাহলে আমি এই ওয়ার্ডকে একটি আধুনিক, স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *