ঝিনাইদহের মহেশপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জন আহত ৩

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভালাইপুর দরগা নামক স্থানে ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে, এসময় আরও ৩জন আহত হয়েছে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২৩ জানুয়ারি মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে ৮টার সময় মহেশপুর হতে কয়েকজন যাত্রী নিয়ে একটি সিএনজি ঝিনাইদহে আদালতে যাচ্ছিলো। ভালাইপুর দরগা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝায় ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে উপজেলার পান্তাপাড়া গ্রামের মৃত গনি হাজীর ছেলে কাশেম মিয়া (৬০) ও পান্তাপাড়া গ্রামের রিমা মালিতার ছেলে আলমগীর মালিতা (২৫) ঘটনাস্থলেই মারা যায়।অপর দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে চারু ব্যাপারীর ছেলে কালাম মারা যায়।এ ছাড়া ঘটনায় একই গ্রামের চারু ব্যাপারীর ছেলে কালু, সেলিম ও ঘুগরী গ্রামের সোরাব আলীর স্ত্রী তাসলিমা খাতুন গুরুতর ভাবে আহত হয়।
এলাকাবাসী আহত ৩জনকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদেরকে যশোর সদর হাসপালে রেফার্ড করা হয়।
মহেশপুর থানার ওসি মাহাব্বুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে, ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এবং আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *