মানিকুল হ*ত‌্যাকান্ডের প্রধান আসামী গ্রেফতার

মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
লালমনিরহাটের হাতীবান্ধায় ভ্যান চালক মানিকুল ইসলাম হত‌্যাকান্ডের প্রধান আসামী সিরাজুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। গত(২৩শে জানুয়ারি)২০২৪ইং মঙ্গলবার ভোরে উপজেলার সিংগীমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সিরাজুল ইসলাম উপজেলার সিংগীমারী এলাকার আছের আহম্মেদ ওরফে কাচ্চুর ছেলে। নিহত মানিকুল ইসলাম একই এলাকার আব্দুর ছাত্তারের পুত্র ।
জানা গেছে, গত শুক্রবার দুপুরে ওই উপজেলার রমনীগঞ্চ থেকে মানিকুল ইসলামের মাথা বিহীন দেহ উদ্ধার করে পুলিশ। এর একদিন পর শনিবার দালালপাড়া এলাকা থেকে মাথা, মোবাইল ও হত্যাকান্ডে ব্যবহার করা ছুড়ি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আজ মঙ্গলবার ভোরে মানিকুল ইসলাম হত্যাকান্ডের প্রধান আসামী সিরাজুল ইসলামকে সিংগীমারী এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মানিকুল ইসলাম হত্যাকান্ডের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়ে। এ ঘটনায় লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেসরিলিজ দিবেন বলে জানান তিনি। উল্লেখ্য, সিঙ্গিমারী গ্রামের আবুল কাসেমের পুত্র বাবুলের একটি ভ্যান চুরি হয়। ওই চুরি ঘটনায় মানিকুল ইসলামকে সন্দেহ করে বাবুলের পুরিবার লোকজন। এ ঘটনার পর থেকে মানিকুল নিখোঁজ হয়। শুক্রবার বিকালে ভুট্টা ক্ষেতে তার মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করেন। এদিকে গত শনিবার সকালে দালালপাড়া এলাকায় একটি বাঁশঝাড়ে ছুড়ি, মোবাইল ও গর্ত দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে গর্ত থেকে মাথা উদ্ধার করেন।

হাসমত উল্লাহ ।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *