July 13, 2025, 2:20 pm
রিপন ওঝা, মহালছড়ি
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে কৃষকলীগের সদস্য মোঃ সোবাহানের মৃত্যুতে আজ ২১জানুয়ারি মহালছড়ি উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
উক্ত শোক শ্রদ্ধায় উপজেলা আওয়ামী লীগ সহপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রোকন মিয়া, উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ ফরিদ ও সাধারণ সম্পাদক রিপন ওঝা, যুগ্ম সাধারণ সম্পাদক জয় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় চৌধুরী, শ্রমিকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক হারাধন বণিক,কৃষকলীগের কুটির শিল্প বিষয়ক সম্পাদক দিলীপ দাশ(খুলু), সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ আব্দুর রশিদ (রতন) সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
২০জানুয়ারি সন্ধ্যা ৭.৪৫মিনিটে স্টোকজনিত সমস্যায় ৬৫ বছর বয়সে মোঃ মোবাহান মিয়া আমাদের মাঝ হতে বিদায় নিয়েছেন।
উল্লেখ্য যে, তিনি গতকাল ২০জানুয়ারি সন্ধ্যায় ৭.০০ ঘটিকায় স্টোক করেন, মহালছড়ি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে ডাক্তার মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা যায় যে, মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদে জানাযা শেষে নিকটস্থ কবরস্থানে দাফন কার্য সম্পাদিত হয়েছে।
তিনি ২স্ত্রী ও সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।