August 31, 2025, 5:08 am
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৫২ তম শীতকালীন খেলাধূলার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।
রবিবার বিকালে বাজাপাড়া উচ্চ বিদ্যালয়ে মাঠে ৫২তম শীতকালীন খেলাধূলা প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এ-উপলক্ষ্যে বাজারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন তারা মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মণ্ডল, একাডেমিক সুপার ভাইজার বেলাল হোসেন, সাংবাদিক ও প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ প্রমূখ। পরে বিভিন্ন ইভেন্টে বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।