মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
লালমনিরহাট থানা পুলিশের অভিযানে ৪৮ কেজি মাদকদ্রব্য গাঁজা ও ট্রাকসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। গত(২০জানুয়ারি)২০২৪ইং পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় এর দিক নির্দেশনায় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজা এলাকা হইতে ৪৮ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ শাহাদত সরকার (৩৫), পিতা-মোঃ চাঁন সরকার (ড্রাইভার), গ্রাম- দেলুয়াকান্দি, ইউপি- ভাঙ্গাবাড়ী, থানা- বেলকুচি, জেলা-সিরাজগঞ্জকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গোপনে সংবাদের প্রেক্ষিতে মাদকদব্যসহ বালু ভর্তি ট্রাকটি তিস্তা টোল প্লাজায় আসলে ট্রাকটি থামার সংকেত দিলে একজন দ্রুত ট্রাক হতে পালিয়ে যায়। ট্রাকটি তল্লাসীকালে ট্রাকের কেবিনের ছাদের উপরের ডালায় ত্রিপল ও সাদা রংয়ের পলিথিন দ্বারা ঢাকা অবস্থায় ১০ টি পোটলায় সর্বমোট ৪৮ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য সহ গ্রেফতারকৃত ও পলাকত আসামীদ্বয়ের বিরুদ্ধে লালমনিরহাট থানার মামলা নং- ৩৯, ধারা- ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু হয়। লালমনিরহাট সদর থানর অফিসার ইনচার্জ ওমর ফারুক,জানান গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজা এলাকা হইতে ৪৮ কেজি মাদকদ্রব্য গাঁজা ও ট্রাকসহ এক জনকে গ্রেফতার করেন সদর থানার পুলিশ।
হাসমত উল্লাহ ।।
Leave a Reply