লালমনিরহাটে এনজিও ফেডারেশন পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় শীতার্তদের মাঝে এনজিও ফেডারেশনএর পক্ষে থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে৷ গত (২১ জানুয়ারী)২০২৩ইং রবিবার বিকালে জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের পি এফ আইটি ট্রেনিং সেন্টার চত্তরে এসব কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম। শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভুমি ইসারত জাহান ছনি, মোস্তাইন বিল্লা,আঞ্চলিক ব্যবস্থাপ কুড়িগ্রাম অঞ্চল আব্দুল মজিদ, এলাকা ব্যবস্থাপক তুষভান্ডার কালীগঞ্জ নুরুজ্জামান আহম্মেদ, প্রফিট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনসুর আলী, নির্বাহী পরিচালক স উন্নয়ন কেন্দ্র ফিরোজা বেগম,নির্বাহী পরিচালক ফিডা মোখলেসুর রহমান টুকু,রিপোর্টার্স ক্লাব কালিগঞ্জ, ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শীতাবস্ত্র গ্রোহনকারী সহ আরো অনেক।

হাসমত উল্লাহ ।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *