কে এম সোহেব জুয়েল :
তীব্র শীতে কাঁপছে সারা দেশব্যাপী অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষ। একটানা শীতের প্রকোপে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের ছিন্নমূল মানুষ। শীতজনিত রোগের প্রকোপও বেড়ে গেছে। সূর্যের দেখা মেলেনি বেশ ক’দিন ধরেই, ঘন কুয়াশায় ঢাকা আকাশ। ফলে সাধারণ মানুষের জীবন জীবিকা চড়ম আকার ধারণ করেছে। এদিকে আবহাওয়া অফিস বলছে এই অবস্থা চলবে এমাস জুড়েই। দেশব্যাপী অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে সকেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০ জানুয়ারী ২০২৪ ইং শনিবার সকালে জননেতা আলহাজ্ব আবুল হাসানাত এমপির পক্ষ থেকে বিশিষ্ট সমাজ সেবক মো: হাফিজুর রহমান মান্নার উদ্যগ্যে সরিকলল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মো: হুমায়ুন খলিফার নেতৃত্বে ওই ওয়ার্ডের দুইশত অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা মো: ইলিয়াস মিঞা, ইউনিয়ন যুবলীগ নেতা মো: ছাইদুল ইসলাম, মো: সজীব বিশ্বাস, ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক মো: আজিজুল হক হাওলাদার, এবং ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ। এ সকল নেত্রীবৃন্দরা
সকল বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাড়ানোর ঔদ্ধত্য আহবান জানিয়েছেন।
Leave a Reply