August 31, 2025, 2:04 am
মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের সিএমপি ইপিজেড থানাধীন র্যাব -০৭ গলি, রুবি সিমেন্ট কলোনীর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অদ্য ১৯ জানুয়ারী ২০২৪, ১২.৫৫ ঘটিকার সময় এসআই(নিঃ) মোঃ বেলায়েত হোসেন, সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান ডিউটি করাকালীন সময় একজন আসামী ও তাহার হেফাজতে থাকা ১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম আবু কায়েশ রফিক (৪৩), পিতা-মৃত আরজ আলী, মাতা-আনোয়ার বেগম, সাং-উত্তরাটি নয়া বাড়ী, মজলিশপুর, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা, বর্তমানে-হাউজিং কলোনী রোড, টমচম মাঠের দক্ষিণ পার্শ্বে মিজানের বাড়ীর ভাড়াটিয়া, থানা-পতেঙ্গা, জেলা-চট্টগ্রাম।
গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে উক্ত ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ইপিজেড থানা পুলিশ সূত্র জানা গেছে,