September 16, 2025, 9:30 am
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আশরাফুর রহমান সরকারী সফরকালে খুলনার পাইকগাছা থানা পরিদর্শন করেছেন। শনিবার সকালে পাইকগাছা থানা পরিদর্শন কালে অফিসিয়াল দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন কালে আভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয় পর্যবেক্ষণ করেন।এসময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল- আমিন,সিনিয়র সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল মোঃ সাইফুল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান।
এসময় তিনি থানার সার্বিক কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন। একই সাথে সকলকে নিষ্ঠার সাথে জনগণেরই কল্যানে কাজ করার নির্দেশনা দেনা।অহেতুক কেউ যেন হয়রাণির শিকার না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার কথা বলেন।
ইমদাদুল হক,
পাইকগাছা খুলনা।