সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে সিএনজি চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার

কে এম শহীদুল সুনামগঞ্জ:

সুনামগঞ্জ সদর থানার এসআই মোঃ হাবিবুর রহমান ও এসআই রিয়াজ উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে সিএনজি চোরচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেন। গত ১৬ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাতভর ছাতক থানাধীন উত্তর লাকেশ্বর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিএনজি চালিত অটোরিক্সা চুরির সাথে জড়িত সুনামগঞ্জ ছাতক থানার লাকেশ্বর গ্রামের মৃত আব্দুল ক্বারীর ছেলে আব্দুর রউফ (৪০), একই থানার নৌকাকান্দি গ্রামের মৃত মোছদর আলীর ছেলে মোঃ লিটন মিয়া (৩৫) এবং সিলেট বিশ্বনাথ থানার দশপাইকা পীরহাটা গ্রামের মৃত জয়নুল্লার ছেলে মোঃ শহিদ মিয়া (৩৭) দেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের নিকট থেকে চুরি যাওয়া একটি সিএনজি চালিত অটোরিক্সা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে কৌশলে সিএনজি চালিত অটোরিক্সা চুরি করে আসছিল। আসামিদেরকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সুনামগঞ্জ সদর থানার নয়নপুর গ্রামের মোঃ শফিক উদ্দিনের সিএনজি চালিত অটোরিক্সাটি চুরি হয়। এ বিষয়ে মোঃ শফিক উদ্দিন বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভিযোগ দিলে সুনামগঞ্জ সদর মডেল থানার মামলা নং-১১, তারিখ: ১২-০১-২০২৪ খ্রি. রুজু করা হয়। মামলাটির তদন্তকারী অফিসার এসআই হাবিবুর রহমান চুরি যাওয়া সিএনজিটি উদ্ধারসহ আসামিদের গ্রেফতারের লক্ষ্যে ওই অভিযান পরিচালনা করেন বলে জানান।##

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *