শ্যামলী বাঁচতে চায় এজন্য প্রয়োজন অনেক টাকার

মোঃহাসমত উল্লাহ,লালমনিরহাট।।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের হররাম শংকর বাজার গ্রামের কমর উদ্দিনের, সন্তান শ্যামলী খাতুন(২০),পরিবারের লোকজন জানায়, কয়েক বছর আগে শ্যামলী খাতুনের,প্রচন্ড মাথা ব্যাথা ও জ্বর হয়। প্রথমে স্থানীয় ডাক্তারের চিকিৎসা নেওয়া হয়। পরে লালমনিরহাট মেডিকল হাসপাতালের ভর্তি করা হয় তাকে।পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে তার কঠিন রোগ। পরে চিকিৎসকের পরামর্শে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে শ্যামলী খাতুন, কে ভর্তি করেন। এতে তার পরিবারের ব্যয় হয় লক্ষাধিক টাকা।চিকিৎসকের দেশের বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এজন্য প্রয়োজন কয়েক লাখ টাকার। তবে শ্যামলী খাতুনের, ভ্যানচালক বাবার সেই সামর্থ নেই।কিন্তু বাঁচতে চায় শ্যামলী খাতুন। সে কথা বলতেও পারেনা এখন চোখে দেখেনা, হাটতেও পারেনা। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের হররাম শংকর বাজার গ্রামের কমর উদ্দিনের সন্তান।শ্যামলী খাতুনের, পরিবারের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে। সাহায্য বা তথ্যের জন্য যোগাযোগ ও বিকাশ নাম্বার ০১৭৪০৯১৩৩৬১ পিতা কমর উদ্দিন, মাতা লাইলী খাতুন, গ্রাম হররাম শংকর বাজার,ইউপি চন্দ্রপুর,কালীগঞ্জ,লালমনিরহাট।

হাসমতআলী।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *