পাইকগাছার কপিলমুনিতে বিনোদ বিহারী সাধুর ৯০তম তিরোধান দিবস পালিত

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ॥
কপিলমুনিতে গতকাল বৃহস্পতিবার রায় সাহেব বিনোদ বিহারী সাধু’র ৯০তম তিরোধান দিবস উপলক্ষ্যে শোক শোভার‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আধুনিক কপিলমুনির রুপকার দানবীর স্বর্গীয় রায়সাহেব বিনোদ বিহারী সাধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন বিনোদ স্মৃতি সংরক্ষণ পরিষদের নেতৃবৃন্দ। এরপর সকাল ১০টায় বিনোদ স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে শোক শোভার‌্যালী কপিলমুনি বাজার প্রদক্ষিণ শেষে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়। বেলা ১১ টায় উক্ত মাঠ প্রাঙ্গণে রায় সাহেব বিনোদ বিহারী সাধু’র কর্মজীবন সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রায় সাহেব বিনোদ বিহারী সাধু স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি ও কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দ্দারের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা-৬, পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্যাহ বাহার, পাইকগাছা উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুস সাত্তার, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, অধ্যক্ষ মুজিবর রহমান, প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার মন্ডল, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, কপিলমুনি প্রেসক্লাবে নবনির্বাচিত সভাপতি জিএম হেদায়েত আলী টুকু, কেকেএসপি’র সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারন সম্পাদক এম বুলবুল আহমেদ, চম্পক কুমার পাল, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সভাপতি সরদার বজলুর রহমান, প্রধান শিক্ষক নুরুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমান, সাধন কুমার ভদ্র, দিপক কুমার মন্ডল, সরদার মোজাফ্ফর হোসেন, রামপ্রসাদ পাল, অধ্যক্ষ শিমুল বিল্লাহ বাপ্পী, কামাল হোসেন, বিধান চন্দ্র ভদ্র, এম মাহমুদ আসলাম, রবিন অধিকারী, সালাম মোড়ল, হিমাদ্রী শেখর দে, শিক্ষক পলাশ দাশ, কৃষ্ণেন্দু দত্ত, অনুপম সাধু, পবিত্র সাধু, রণজিত অধিকারী, মধুসূদন হালদার, সরদার জাহাঙ্গীর আলম, শুভংকর রায় শুভ, জিএম হারুনার রশিদ, রাসেল সরদার, হাফিজুর রহমান, তৈয়বুর রহমান রকি, আব্দুল হাকিম, সীমান্ত রায় ও রনি প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ, মেহেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়, বিনোদ বিহারী শিশু বিদ্যালয় ও কপিলমুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকসহ বাজার ব্যবসায়ীবৃন্দ। উক্ত আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেওয়াত করেন শিক্ষক মাওলানা এস এম আবুল হোসাইন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন ও কপিলমুনি ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম। এসময় বক্তারা বলেন, ‘রায় সাহেব বিনোদ বিহারী সাধু মাত্র ১৩ বছর বয়সে ব্যবসা শুরু করেন। তাঁর ব্যবসায়ীক উপার্জনের পয়সা দিয়ে বৃহত্তর কপিলমুনির মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যবস্থা করেছেন। মায়ের নামে সহচরী বিদ্যামন্দির (বর্তমানে স্কুল এন্ড কলেজ), ২০ শয্যা বিশিষ্ট ভরত চন্দ্র হাসপাতাল, অমৃতময়ী টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করেন। তাঁর সমাজ সেবার পুরস্কার হিসেবে তৎকালীন সরকার তাঁকে রায় সাহেব উপাধিতে ভূষিত করেন। রায় সাহেবের মত গুণীজন বর্তমান সমাজে অনেকটা বিরল, তাঁর কর্মময় জীবন সম্পর্কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *