July 3, 2025, 10:44 am
এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে কনকনে বাতাস ও শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৈরী আবহাওয়ায় গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বাড়ায় জনজীবন অচল হয়ে পড়েছে। শীতের এ তীব্রতাকে উপেক্ষা করে শীতবস্ত্র নিয়ে যানবাহনের অসহায় দরিদ্র চালক ও হেলপারদের পাশে দাঁড়ালেন সুজানগর পৌরসভা। মঙ্গলবার রাতে সুজানগর পৌরসভার আয়োজনে শতাধিক যানবাহনের অসহায় দরিদ্র চালক ও হেলপারদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। পৌরসভার মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজের স ালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। এ সময় পৌরসভার কাউন্সিলরবৃন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো,এন এ কলেজের সাবেক সহকারী অধ্যাপক আবুল হাশেম, আ,লীগ নেতা সরদার আব্দুর রউফ, ইউনুস আলী বাদশা, কুতুব, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যানবাহনের চালক ও হেলপারেরা বলেন,কয়েকদিন ধরে শীতে কষ্ট পাচ্ছিলেন। শীতবস্ত্র কম্বল পেয়ে খুব ভালো লাগছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন,এই শীতে গরিব মানুষগুলো খুব অসহায়।তাদের অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। তাই সবার উচিত এই কনকনে শীতে দরিদ্র অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। পৌর মেয়র রেজাউল করিম রেজা বলেন, শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি