August 31, 2025, 7:50 am
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে খুলনা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জিরোপয়েন্টস্থ শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। শিক্ষক সমিতির সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন, সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও শিক্ষক দীপক কুমার সরকারের স ালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মজিদ গোলদার, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, প্রাক্তন অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, অধ্যক্ষ গোপাল ঘোষ, মেজবাহুল হক, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, অঞ্জলি রানী শীল, সঞ্জয় মন্ডল, আমিনুল ইসলাম, শহিদুল ইসলাম, সুব্রত সানা, মতিউর রহমান, আনিছুর রহমান, খায়রুল ইসলাম ও অসীম কুমার রায়। অনুষ্ঠানে এমপি রশীদুজ্জামান শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ নিয়োগ বাণিজ্য বন্ধ সহ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও স্থানীয় শিক্ষিত যোগ্য ব্যক্তিকে সভাপতি করার প্রত্যয় ব্যক্ত করেন।
ইমদাদুল হক,
পাইকগাছা (খুলনা) ॥