ঘাটাইলে ইফাত হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

ঘাটাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে ইফাত হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইফাতের সহপাঠী ধলাপাড়া কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এবং এলাকাবাসী। দুপুরে উপজেলার ধলাপাড়া কলেজ মোড় সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফি, স্বেচ্ছাসেবী সংগঠন আলোর পথে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. সাদ্দাম হোসেনসহ ইফাতের সহপাঠী শিক্ষার্থীরা ও এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার না করা হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ঘাটাইল থানার এস আই মো. শহিদুজ্জামান বলেন, এ ঘটনায় মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর শুক্রবার বিকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সরাশাক গ্রামের স্থানীয় আব্দুল লতিফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যান ইফাত তালুকদার (১৯)। খেলার এক পর্যায়ে কথা কাটাকাটি হয় মো. রবিন ও তার অন্যান্য সঙ্গীদের সঙ্গে। ইফাত কথা না বাড়িয়ে স্কুল মাঠ থেকে চলে গিয়ে স্কুলের পাশের দোকানে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় সরাশাক গ্রামের কাদের মণ্ডলের ছেলে মো. রবিন, মো. আবিদ, মো. আজমীর ও জয়নাল আবেদিনের ছেলে শাহপরান। এতে ইফাত গুরুতর আহত হন। এ ঘটনার খবর পেয়ে তার ভাই ইমন ও আব্দুল্লাহ এগিয়ে আসলে তাদের ওপর হামলায় চালিয়ে তাদের আহত করে চলে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ইফাত ও আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। টাঙ্গাইল হাসপাতালে রিফাতের অবস্থার অবনতি হলে শনিবার চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠান। মেডিকেলের আইসিওতে চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ১৯ ডিসেম্বর মঙ্গলবার বিকালে মারা যান ইফাত। ঘটনার দিনই ঘাটাইল থানায় নিহত ইফাতের ভাই ইমন তালুকদার বাদী হয়ে মামলা করেন।

মোঃ রায়হান মিয়া
ঘাটাইল প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *