ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হতে চান সাবেক ছাত্রনেতা রফিক

ষ্টাফ রিপোর্টারঃ
আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সদস্য সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিক। তিনি সদর উপজেলার ২নং কুষ্টিয়া ইউনিয়নের কৃতি সন্তান। রফিকুল ইসলাম রফিক ছাত্রজীবনে ২নং কুষ্টিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সদর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পালন করে সাংগঠনিক কার্যক্রমকে ত্বরান্বিত করার পাশাপাশি উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করেন।

এছাড়াও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, শিক্ষামূলকসহ অনেক সেবামূলক কাজে জড়িত রয়েছেন রফিক। ছাত্রনেতা হিসেবে বিভিন্ন কাজে সাধারণ মানুষের কাছে ছুটে যাওয়ার পাশাপাশি নিজ ইউনিয়নে বিভিন্ন সামাজিক কাজ করে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের বিভিন্নভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দেন রফিকুল ইসলাম রফিক।

রফিকুল ইসলাম রফিক বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে চাই। আমাদের সকলের স্বপ্নের সদরকে সকল শেণ্রী পেশার মানুষের সুচিন্তিত মতামতের ভিত্তিতে একটি সমৃদ্ধশালী উপজেলায় রুপান্তরিত করতে চাই। আমি ছাত্র সমাজের সকল যৌক্তিক আন্দোলনে সম্পৃক্ত হয়ে কাজ করেছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে স্বাধীনতার স্বপক্ষের শক্তির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বিগত দেড় যুগ ধরে গন মানুষের সাথে কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, উপজেলাবাসীর সহযোগীতা পেলে আমি বিজয়ী হবো। শিক্ষা-স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানসহ নানা ক্ষেত্রে প্রধানমন্ত্রী যেসব অগ্রণী ভূমিকা নিয়েছেন, সেই ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানাবিধ উন্নয়নমূলক কর্মকান্ডের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি ও আগামীতে করে যাবো ইনশাআল্লাহ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *