গ্রামীণ ব্যাংকের উদ্যোগে তারাগঞ্জের কুর্শা শাখায় সংগ্রামী সদস্যদের মাঝে কম্বল বিতরণ

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি
রংপুরের তারাগঞ্জে গ্রামীণ ব্যাংক এর উদ্যোগে তারাগঞ্জ এরিয়া অফিস ও নীলফামারী জোন এর সার্বিক তত্বাবধানে তারাগঞ্জের কুর্শা শাখায় হতদরিদ্র সংগ্রামী সদস্যদের মাঝে শীত বস্ত্র(কম্বল) বিতরণ করা হয়।

আজ বুধবার (১৭ জানুয়ারী)-২৪ইং বেলা ১২টায় গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ডঃ এ,কে,এম সাইফুল মজিদ ও প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ এর নির্দেশনায় নীলফামারী জোনের জোনাল ম্যানেজার সম্ভু চরন প্রামাণিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন।

সুবিধাভোগী ও গ্রামীণ ব্যাংকের সংগ্রামী সদস্য বৃদ্ধা কুশুম বালা(৮৭) কম্বল পেয়ে বলেন, এই শীতে হামার জান বাঁচে না। গ্রামীণ ব্যাংকের অফিসার হামাক কম্বল গাওত পরে দিছে, ভগবান ওমার ভালো করবে। এসময় কম্বল পেয়ে অন্যান্যদের মুখে হাসি খুশি লক্ষ করা যায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, এরিয়া ম্যানেজার মোঃ জাকির হোসেন, জোনাল অফিসের অবলোকন কর্মকর্তা মোঃ আশফাকুর রহমান, কুর্শা শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলাম সহ আরও অনেকে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *