মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন কলেজ শিক্ষক

এম এ আলিম রিপন ঃ পাবনার আমিনপুরে মোটরসাইকেল ও করিমন গাড়ীর সংঘর্ষে শাহিনুর রহমান লিটন মিয়া(৪৫) নামে এক কলেজ নিহত হয়েছেন। সোমবার রাত আটটার দিকে আমিনপুর নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজ শিক্ষক সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে। তিনি কাশিনাথপুর শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের গ্রন্থাগার প্রভাষক এবং পাবনা পল্লি বিদ্যুৎ সমিতি-২ এর এলাকা পরিচালকের দায়িত্বে ছিলেন। শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) তরিত কুমার কুন্ডু বলেন, এদিন রাতে আমিনপুর বাজার এলাকায় কাজ শেষ করে মোটরসাইকেলে আহম্মদপুর নিজ বাড়ির দিকে যাওয়ার সময় আমিনপুর নতুন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক হতে আসা একটি করিমন গাড়ীর ধাক্কায় পাকা রাস্তার উপরে ছিটকে পড়েন তিনি। এ সময় গুরুত্বর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুতে কলেজে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আমিনপুর থানার ওসি হারুন অর রশিদ জানান,এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মঙ্গলবার দুপুর আড়াইটায় আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিহত কলেজ শিক্ষকের জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে সমাহিত করা হয়। তিনি ২ ছেলে সন্তানের জনক ছিলেন।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি ।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *