August 30, 2025, 12:46 pm
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, এর দিক-নির্দেশনায় আদিতমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী, এর নেতৃত্বে এসআই/ রেজাউল আলম, ও সঙ্গীয় ফোর্স সহ গত১৪ই জানুয়ারি ২০২৪ইং রবিবার বিশেষ অভিযান চালিয়ে দুরাকুটি এলাকা থেকে চোরাই গরু সহ মোঃ হারুন অর রশিদ ২৭ সাবু রাকির (২৩), পিতা মৃত আকবর আলী (② ধনী, সাং-জাওরানী, ইউপি- ভেলাকুড়ি, থানা-হাতিবান্ধা, এবং মোঃ নাজির হোসেন (২০), পিতা-মৃত আবু বক্কর, সাং খুটামারা বানভাসা, সদর লালমনিরহাট। দুই জন কে গ্রেফতার করেনন আদিতমারী থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা। আদিতমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী, জানান গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে দুরাকুটি থেকে চোরাই গরুসহ দুই জনকে গ্রেফতার করেন পুলিশ।
হাসমত উল্লাহ ।।