আলিফ হোসেন,
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের তালন্দ ইউনিয়নের (ইউপি) দেউল মাঠে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি গভীর নলকুপের কথিত অপারেটরের দৌরাত্ম্যে কৃষকেরা অতিষ্ঠ হয়ে উঠেছে। গত ১১ জানুয়ারী বৃহস্পতিবার স্কীমভুক্ত কৃষকের পক্ষে সাইদুর রহমান বাদি হয়ে কথিত অপারেটর মাসুদ আলীর বিরুদ্ধে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয়রা জানান, দেউল গ্রামের ইসমাইল সরদারের পুত্র মাসুদ আলী উপজেলা চেয়ারম্যানের নাম ভাঙিয়ে গভীর নলকুপের স্বঘোষিত অপারেটর হয়েছেন।
এখন সে ড্রেন, লাইনম্যান, পাহারাদার ইত্যাদি অজুহাতে কৃষেকর কাছে থেকে জোরপুর্বক টাকা আদায় করছেন।এসব কারণে এলাকার কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে।
জানা গেছে, উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) জেল নম্বর ১৬২ দেউল মৌজায়, আরএস ৯৬৮ নম্বর দাগে অবস্থিত গভীর নলকুপের অপারেটর জনৈক ব্যক্তির কন্যা। কিন্ত্ত পরিবর্তে স্বঘোষিত অপারেটর হয়েছে মাসুদ আলী। তিনি সেচ নিয়ে রীতিমতো জল জমিদারী শুরু করেছেন। এতে এলাকার সাধারণ কৃষক ফুঁসে উঠেছে। এবিষয়ে জানতে চাইলে মাসুদ আলী অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি সমিতির মাধ্যমে ডিপ
চালাচ্ছেন।এবিষয়ে জানতে চাইলে তানোর বিএমডিএ’র সহকারী প্রকৌশলী কামরুজ্জামান বলেন, অভিযোগ হয়েছে,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#
তানোরে অপারেটরের দৌরাত্ম্যে অতিষ্ঠ কৃষক

Leave a Reply